এবার ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে একটি মসজিদে প্রবেশ করে লাউডস্পিকারে ইহুদিদের প্রার্থনা সঙ্গীত হানুকা গেয়েছে ইসরায়েলি সেনারা। এই ঘটনার বেশ কিছু ভিডিও ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়েছে।গাজাজুড়ে আগ্রাসনের পাশাপাশি নানা বিতর্কিত কাণ্ডের জন্ম দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ইসরায়েলের সেনারা।
বর্ণবাদী আচরণসহ বেসামরিক ফিলিস্তিনিদের ঘরে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। এবার মসজিদে ঢুকে ইহুদিদের ধর্মীয় প্রার্থনা সঙ্গীত গাওয়ার অভিযোগ উঠেছে ইসরায়েলি সেনা সদস্যদের বিরুদ্ধে। খবর বিবিসির। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) পশ্চীম তীরের জেনিনের এক মসজিদে হয় এ ঘটনা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ এ ছড়িয়ে পড়েছে দুই সৈন্যের গান গাওয়ার ভিডিও। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মসজিদে ইমামের দাঁড়ানোর স্থানে (মিম্বর) দাঁড়িয়ে মসজিদের মাইকেই ইহুদি প্রার্থনা সঙ্গীত গাইছে ওই সেনারা। এ ঘটনায় তোলপাড় শুরু হয় বিশ্বজুড়ে। ইসরায়েলি সেনাদের এমন কর্মকাণ্ডে নিন্দার ঝড় উঠেছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। অবশ্য চাপের মুখে ঘটনার সাথে জড়িত একাধিক ইসরায়েলি সেনাকে বহিষ্কার করা হয়েছে বলে দাবি করছে দেশটি সামরিক বাহিনী আইডিএফ।
এক বিবৃতিতে আইডিএফ জানায়, সৈন্যদের এমন ব্যবহার সেনাবাহিনীর ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তাদের এধরনের আচরণ আইডিএফের মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী। এর আগে অস্ত্র হাতে ইসরায়েলি সেনাদের ফিলিস্তিন বিরোধী ও বর্ণবাদী স্লোগান দেয়ার একটি ভিডিও প্রকাশ্যে আসে। গাজার সকল ফিলিস্তিনিদের ওপর যেন তীব্র ক্ষোভ ইসরায়েলি সেনাদের।
ভিডিওগুলোতে তাদের আচরণে সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ দেখা গেছে। কেউ কেউ ফিলিস্তিনিদের শোবার ঘরে ঢুকে তাণ্ডব চালাচ্ছে। আবার কেউ সুপার শপে ঢুকে ভেঙে ফেলছে শিশুদের খেলনা, নষ্ট করছে খাবার। ইসরায়েলি সেনাদের এমন বিকৃত আচরণে উঠেছে নিন্দার ঝড়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন