হিজবুল্লাহকে ঠেকাতে লেবানন সীমান্তে ইসরায়েলের রণ প্রস্তুতি

হিজবুল্লাহকে ঠেকাতে লেবানন সীমান্তে ইসরায়েলের রণ প্রস্তুতি
MostPlay

হিজবুল্লাহ'র হুমকি মোকাবিলায় লেবানন সীমান্তেও ব্যাপক রণ-প্রস্তুতি নিয়েছে ইসরায়েলি সেনারা। রোববার, সশস্ত্র গোষ্ঠীটির ছোঁড়া গোলার আঘাতে এক ইসরায়েলি নিহতের ঘটনা আরও বাড়িয়েছে উত্তেজনা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা দেশটির সঙ্গে লেবাননের সীমান্ত বন্ধ করে দিচ্ছে। আজ রোববার আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

এই সিদ্ধান্তের ফলে ইসরায়েলের উত্তরে লেবাননের সঙ্গে সীমান্তে প্রায় চার কিলোমিটার দীর্ঘ জায়গায় কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সেনাবাহিনী জানায়, 'এই এলাকায় প্রবেশ নিষেধ।' সম্প্রতি ইসরায়েলের একটি নিরাপত্তা চৌকিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দায় নেয় লেবাননভিত্তিক সংগঠন হিজবুল্লাহ।

অপরদিকে, হামাস ও ইসরায়েলের যুদ্ধে 'সহিংসতার মাত্রা বেড়ে যাওয়ায়' জার্মান সরকার দেশটির নাগরিকদের ইসরায়েল, ফিলিস্তিনি অঞ্চল ও লেবাননে ভ্রমণ না করার অনুরোধ জানিয়েছে। এএফপি এই তথ্য জানিয়েছে।

এ ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ের ভ্রমণ সতর্কতা জারি করেছে জার্মান সরকার। বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, তারা ইসরায়েল বা ফিলিস্তিনি অঞ্চল থেকে দেশে ফিরে আসতে ইচ্ছুক জার্মানদের নিরাপদে নিয়ে আসার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password