নওগাঁয় বিএমজেড এবং নেট্জ বাংলাদেশ এর সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশনের পরিবেশ প্রকল্পের আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।"রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতে অংশগ্রহণ নিশ্চিতকরণ" প্রতিপাদ্য এবং "কর্তৃপক্ষের সকল দার, খুলে দিবে তথ্য অধিকার" স্লোগানকে সামনে রেখে নওগাঁর রাণীনগর উপজেলায় গিরিজা গ্রাম উচ্চ বিদ্যালয় এবং আত্রাই উপজেলার নৈদিঘী হজরত আলী উচ্চ বিদ্যালয়ে দুপুর ২ টায় র্যালি শেষে স্ব-স্ব স্কুলের হল রুমে প্রধান শিক্ষকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাসকো ফাউন্ডেশনের পরিবেশ প্রকল্পের জেলা সমন্বয়কারী মো: বাবর আলী। এ সময় তথ্য অধিকার সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশনের মাধ্যমে বিস্তারিত আলোকপাত করেন আত্রাই উপজেলা এ্যাডভোকেসি এ্যাসিস্ট্যান্ট গোলাম রাব্বানী এবং রানীনগর উপজেলা এ্যাডভোকেসি এ্যাসিস্ট্যান্ট বিলকিস মোরশেদা। সভায় বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন নৈদাঘী স্কুলে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), প্রকল্পের জেলা সমন্বয়কারী মো: বাবর আলী, উপজেলা সমন্বয়কারী আবু হেনা মোঃ ফিরোজ, এফ এফ নজরুল ইসলাম, নিলুফা খাতুন, অত্র বিদ্যালয়ের শিক্ষকমন্ডলীগনসহ দেড় শতাধিক শিক্ষার্থীবৃন্দ। এদিকে রানীনগরের গিরিজা গ্রাম উচ্চ বিদ্যালয়ে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আব্দুর রউফ মিলন, শিক্ষকমন্ডলীগনসহ অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন