‘অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাই আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ পালিত হয়েছে।শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও নেট্জ বাংলাদেশ এর সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশনের পরিবেশ প্রকল্পের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা, নাসির উদ্দীন, ডাসকো ফাউন্ডেশনের পরিবেশ প্রকল্পের জেলা সমন্বয়কারী মো: বাবর আলী, আত্রাই উপজেলা সমন্বয়কারী আবু হেনা মোহা: ফিরোজ, ইউনিট একাউন্টেন মো: আলতাফ হোসেন, এ্যাডভোকেসী এ্যাসিস্ট্যান্ড গোলাম রাব্বানী, ফিল্ড ফ্যাসিলিটেটর নজরুল ইসলাম, নিলুফা খাতুন, জমির উদ্দিন, আবু সালেক, জোহন পাউরিয়া, ইমরান তালুকদারসহ বিভিন্ন দলের সভানেত্রীগণ উপস্থিত ছিলেন। পরে উপজেলায় গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন