নওগাঁর মান্দায় জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে দেশীয় অস্ত্র হামলায় আহত ২

নওগাঁর মান্দায় জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে দেশীয় অস্ত্র হামলায় আহত ২
MostPlay

নওগাঁ জেলার মান্দা উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে দেশীয় অস্ত্র হামলায় দুইজন আহত হয়েছেন। এ সময় ছোট এলাচ ও বড় এলাচের প্রায় ১৫০পিচ এবং বাদামী লেবুর ১টি গাছ মাটিতে পুতিয়ে নষ্ট করে ফেলছে। উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছোট্ট মুল্লুক গ্রামে গত মঙ্গলবার এ ঘটনা ঘটে।

ছোট্ট মুল্লুক গ্রামের বাসিন্দারা বলেন, ওই গ্রামের তুহিন হোসেনের মেয়ে জামাই তৌহিদুল ইসলামের সাথে বাবুল হোসেন প্রাং (88), সুলতান প্রাং (৫৫) , তয়েজ উদ্দীন, সর্ব পিতা- মৃত হিয়াতণ্যা মো. জাকির হোসেন প্রাং (৩৫), পিতা: মো. তয়েজ উদ্দীন, ৫০। রায়হান প্রাং (২১), পিতা : মো. বাবুল হোসেন, ৬। মো. নাহিদ হোসেন প্রাং (২৩), পিতা: মো. সুলতান হোসেন প্রাং ৭। মোছা মালা খাতুন (৪০) স্বামী: মো. বাবুল হোসেনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তা নিয়ে এ ঘটনা ঘটেছে।  আহত তৌহিদুল ইসলাম বলেন, জমির এলাচ ও বাদামি লেবু গাছ পুতিয়ে নষ্ট করে ফেলছে। বাধা দেওয়ায় বাবুল হোসেনের নেতৃত্বে ৬/৭ জন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। তৌহিদুল ও তার স্ত্রী উপর এতে ঘটনাস্থলে দুইজন আহত হয়। আহতদেরকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ব্যাপারে মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password