নওগাঁ পত্নীতলায় নানা আয়োজনে আদিবাসীদের সহরাই উৎসব অনুষ্ঠিত

নওগাঁ পত্নীতলায় নানা আয়োজনে আদিবাসীদের সহরাই উৎসব অনুষ্ঠিত
MostPlay

নওগাঁ পত্নীতলায় ৪৬তম আদিবাসীদের ঐতিহ্যবাহী সহরাই উৎসব উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ শনিবার (৬নভেম্বর) নওগাঁর পত্নীতলা উপজেলার বামনকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকাল ৩টায় অনুষ্ঠানটি শুরু হয়। এই অনুষ্ঠানে অতিথি হিসেব উপস্থিত ছিলেন মোঃ ইসমাইল হোসেন চেয়ারম্যান আমাইড় ইউনিয়ন পত্নীতলা, নরেন পাহান সাংগঠনিক সম্পাদক জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী বিভাগ, অধক্ষ আরিফুর রহমান (আরিফ) সভাপতি রাইগাঁ ইউপি আওয়ামী লীগ মহাদেবপুর, দিলিপ চৌহান সাবেক শ্রম বিষয়ক সম্পাদক আওয়ামী লীগ পত্নীতলা, বাবর আলী প্রকল্প সমন্বয়কারী ব্রতী, দিলিপ পাহান সভাপতি জাতীয় আদিবাসী পরিষদ পত্নীতলা, শহিদুল ইসলাম প্রধান শিক্ষক বামনকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্যামল পাহান, আনোয়ার হোসেনসহ স্থানীয় আদিবাসী নেতাগণ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ভাষা ও সংস্কৃতি একটি জাতীয় পরিচয়, সমতল আদিবাসীদের জন্য পৃথক এবং স্বাধীন ভূমি কমিশন গঠন করার দাবি জানান।

সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন গ্রাম ও উপজেলা থেকে আসা আদিবাসী গান ও নাচের প্রতিযোগিতা দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান এবং শেষে নাচের টিমকে পুরুস্কৃত করে রাত্রি ৮টা অনুষ্ঠানটি শেষ হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password