বাছাইপর্বের শেষ ম্যাচেও এমবাপে-বেনেজামার ঝলকে ফ্রান্সের জয়

বাছাইপর্বের শেষ ম্যাচেও এমবাপে-বেনেজামার ঝলকে ফ্রান্সের জয়
MostPlay

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বের আগের ম্যাচেই কাজাখস্তানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে ২০২২ সাস্লের কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নস ফ্রান্স। সেই ম্যাচে কিলিয়ান এমবাপে একাই করেছিলেন ৪টি গোল। এছাড়া বয়সটা নিছক একটা সংখ্যায় পরিণত করা বেনজামা করেছিলেন জোড়া গোল। গত রাতেও ফিনল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে এমবাপে ও বেনজামা ছিলেন দুর্দান্ত। এই দুজনের গোলে বিশ্বকাপ বাছাইয়ের শেষটাও ফরাসিরা রাঙাল আরেকটি জয় দিয়ে।

নির্ভার ফ্রান্স ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। পঞ্চম মিনিটে ফরাসি স্ট্রাইকার মুসা দিয়াবির শট ঠেকিয়ে দেন ফিনল্যান্ড গোলরক্ষক। ২২তম মিনিটে বাইরে মেরে সুযোগ হারান অঁতোয়ান গ্রিজমান। সুযোগ পেয়েছিল ফিনল্যান্ডও, তবে কাজে লাগাতে পারেনি তারাও। গোলশুন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরেও আক্রমণাত্মক ফুটবল বজায় রাখে বিশ্বচ্যাম্পিয়নরা। ৫৭তম মিনিটে দিয়াবিকে তুলে নিয়ে বেনজেমাকে নামান ফ্রান্স কোচ দেশম। ৬৬তম মিনিটে মেলে সাফল্য। এমবাপের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বেনজেমার শট প্রতিপক্ষের একজনের পায়ে লেগে জালে জড়ায়। ১০ মিনিট পরই দারুণ নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে ডান পায়ের শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন পিএসজির তারকা ফরোয়ার্ড। জয়ের আনন্দে মাঠ ছাড়ে সফরকারীরা।

৮ ম্যাচে পাঁচ জয় ও তিন ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফ্রান্স। তাদের কাছে হেরে কপাল পুড়েছে ফিনল্যান্ডের। এই গ্রুপের আরেক দল ইউক্রেনের পয়েন্ট ১২, ফিনল্যান্ডের ১১। বসনিয়ার ৭, কাজাখস্তানের ৩ পয়েন্ট। ১২ পয়েন্ট পাওয়া ইউক্রেন খেলবে প্লে অফ।

মন্তব্যসমূহ (০)


Lost Password