মাঝ আকাশে স্বামী-স্ত্রীর তুমুল ঝগড়ার কারণে উড়োজাহাজ গন্তব্যে পৌঁছানোর আগেই জরুরি অবতরণ করতে হয়েছে। স্বামী-স্ত্রীর সম্পর্ক টক-ঝাল-মিষ্টি হবে এটাই স্বাভাবিক। দুজনের চিন্তাভাবনা আলাদা হওয়ায় টুকটাক ঝগড়া লাগতেই পারি। কিন্তু কখনও কখনও ঝগড়া বড় আকারও নিতে পারে। কখনও তুমুল অশান্তির পর কথাও বন্ধ হয়ে কোন কোন দম্পতির। ঘরের এ ঝগড়া মাঝেমধ্যে রাস্তায় দেখা গেলেও এবার এই ঝগড়ার সাক্ষী হলো বিমান।
বাভারিয়ার রাজধানী মিউনিক থেকে ছেড়ে যাওয়া ব্যাংককগামী একটি বিমান দিল্লিতে জরুরি অবতরণ করেছে। বুধবার (২৯ নভেম্বর) বিমানে থাকা এক দম্পতির তুমুল ঝগড়ার ফলে এমনটা করতে হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দম্পতির একজন জার্মান ও ওপর নাগরিক থাই নাগরিক। মাঝ আকাশে ফ্লাইটে তারা ঝগড়ায় জড়িয়ে পড়েন। ঝগড়া ক্রমশ জটিল রুপ ধারণ করায় ফ্লাইটে থাকা ক্রুরা তা মেটাতে হিমশিম খান।
ঘটনা বেগতিক পর্যায়ে চলে গেলে বিমানটি দিল্লির ইন্দিরাগান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হন পাইলট। পরে ওই দম্পতিকে বিমান থেকে নামিয়ে দিয়ে পুনরায় বিমান থাইল্যান্ডের উদ্দেশে যাত্রা করে। তবে এ বিষয়ে লুফথানসা এয়ারলাইনস গণমাধ্যমকে তেমন উল্লেখযোগ্য কোনো তথ্য দেয়নি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন