কত উঠলো পদ্মা সেতুর প্রথম দিনের টোল

কত উঠলো পদ্মা সেতুর প্রথম দিনের টোল
MostPlay

দেশের মানুষের লালিত স্বপ্ন পদ্মা সেতু সর্ব সাধারণের জন্য ধার খুলে দিল ২৬ জুন ভোড় ৬টায়। বহু প্রতীক্ষিত এই পদ্মা সেতু উদ্ভোধনের পর যানবাহন চলাচল শুরু হয়েছে। সবার আগে পদ্মা পারি দিতে অনেকে আবার ২৫ জুন  রাত থেকেই লাইনে দাঁড়িয়ে ছিল। প্রথম দিনে উচ্ছুক জনতার গাড়ির বহু চাপ ছিল পদ্মার সেতুর দুই প্রান্তের টুল প্লাজা গুলোতে। যেখানে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগেই গাড়ি চলচলের জন্য সেতু খোলে দেয়। 

রোববার (২৬ জুন) পদ্মা সেতু থেকে প্রথম আট ঘণ্টায় উভয় প্রান্তে মোট ৮২ লাখ ১৯ হাজার ৫০ টাকা টোল আদায় করা হয়েছে।

এদিন বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন।

প্রকৌশলী আবুল হোসেন বলেন, আট ঘণ্টায় মাওয়া প্রান্তে আট হাজার ৪৩৮টি গাড়ি টোল প্রদান করে। এতে আয় হয়েছে ৪৬ লাখ ৮৯ হাজার ৫৫০ টাকা। অন্যদিকে জাজিরা প্রান্তে ৬ হাজার ৭৬২টি গাড়ি টোল প্রদান করে। এতে আয় হয়েছে ৩৫ লাখ ২৯ হাজার ৫০০ টাকা।

সব শেষ জানা যায়, দুই প্রান্ত থেকে টোল উঠে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা। 

তবে সকাল থেকে পদ্মা সেতু পারাপার হওয়া গাড়ির ৬০ শতাংশই মোটরসাইকেল এবং বড় যানবাহন তুলনামূলক কম বলে জানান টোলপ্লাজায় দায়িত্বরত এই কর্মকর্তা।

প্রসঙ্গত, শনিবার (২৫ জুন) পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন রোববার ভোর ৬টা থেকে সব ধরনের যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password