নওগাঁর নিয়ামতপুরে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

নওগাঁর নিয়ামতপুরে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

নওগাঁর নিয়ামতপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন।

দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী ও অঙ্গসংগঠন আজ বুধবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু করে। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, সহসভাপতি সরকার কামাল উদ্দিন, নজরুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্যসমূহ (০)


Lost Password