নওগাঁয় অসংক্রামক রোগ বিষয়ক স্বাস্থ্য সচেতনতা: জরায়ু- মুখ ও স্তন ক্যান্সার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকালে শহরের ইকরকুড়ি রহিমা বনিজ স্বাস্থ্যসেবা কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আলো ভুবন ট্রাস্ট(আলো-বিটি) রোটারী ক্লাব অব ঢাকা দ্রুবতারার আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব ঢাকা দ্রুবতারার চ্যাটার্ড প্রেসিডেন্ট রোটারিয়ন রওশন আরা আক্তার।অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্ত্রীরোগ ও প্রসুতি বিশেষজ্ঞ এবং সার্জন প্রক্তন অধ্যাপক ও চেয়ারম্যান,(স্ত্রীরোগ ও প্রসুতি বিভাগ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, প্রাক্তন প্রেসিডেন্ট,ওজিএসবি রোটারিয়ান প্রফেসর ড.লতিফা শামসুদ্দিন। সঞ্চালনায় ছিলেন অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারী। জনমানুষের জন্য কল্যাণকর মহতী এই কর্মশালায় স্থানীয় প্রায় শতাধিক বিভিন্ন বয়সের নারীগন অংশ গ্রহন করেন।
এ সময় সোশ্যাল ইনোভেশন টিম নওগাঁর গবেষণা ও মূল্যায়ন সম্পাদক,নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি ও প্রজন্মের আলো সম্পাদক অধ্যক্ষ রোটারিয়ান আব্দুর রহমান রিজভী, প্রজন্মের আলো ও প্রজন্মের মেলার ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল্লাহ আলমাস বিন রহমান তানভীর, রহিমা বনিজ স্বাস্থ্যসেবা কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,মোঃ মোক্তার হোসেন,সাথী বানুসহ স্থানীয় বিভিন্ন শেণি পেশার মানুষ অংশ গ্রহন করেন।
এর আগে ইউএনভি বাংলাদেশ এবং আলো ভুবন ট্রাস্ট নওগাঁয় ০২মার্চ, ২০২৩ তারিখে নওগাঁ জেলা প্রশাসকের কনফারেন্স রুমে ‘গ্রামীণ বাংলাদেশে ক্যান্সার পরিচর্যা সেবায় স্বেচ্ছাসেবকদের ভূমিকা’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল। স্বেচ্ছাসেবকতা বাংলাদেশে গভীরভাবে প্রোথিত এবং বছরের পর বছর ধরে স্বেচ্ছাসেবকরা দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
SDG অর্জনের জন্য স্বেচ্ছাসেবকতাকে ক্রমবর্ধমান একটি অপরিহার্য উপায় হিসাবে দেখা হচ্ছে। একটি ক্রসকাটিং থিম হিসাবে, স্বেচ্ছাসেবকতা উন্নয়নের সম্পৃক্ততার মূল নীতিগুলিকে শক্তিশালী করে: জাতীয় মালিকানা, স্থায়িত্ব, একটি মানবাধিকার-ভিত্তিক পদ্ধতি, লিঙ্গ সমতা এবং সক্ষমতা বিকাশ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) এবং ভিশন 2041 এবং ডেল্টা প্ল্যান 2100 সহ সরকারের দীর্ঘমেয়াদী উন্নয়ন লক্ষ্য অর্জন নিশ্চিত করার জন্য নাগরিক সম্পৃক্ততা এবং নাগরিকদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য বাংলাদেশে স্বেচ্ছাসেবকতাকে উৎসাহিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে স্বেচ্ছাসেবকতা উন্নয়ন কর্মকান্ডকে সমর্থন করতে এবং মন্ত্রিসভা 2022 সালে জাতীয় স্বেচ্ছাসেবক নীতি নীতিগতভাবে অনুমোদন করেছে। UNV বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক নীতি প্রণয়নে এবং বাংলাদেশে স্বেচ্ছাসেবক কার্যক্রমের প্রচারে উপদেষ্টা সহায়তা প্রদানের জন্য সচেষ্ট রয়েছে। দেশে স্বেচ্ছাসেবকতা প্রচারের নিয়মিত অ্যাডভোকেসি হস্তক্ষেপের অংশ হিসাবে সেমিনারটি আয়োজন করা হয়েছিলো।
সেমিনারে কীভাবে স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করার মাধ্যমে এবং বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে এবং স্টেকহোল্ডারদের মধ্যে স্বেচ্ছাসেবীতাকে শক্তিশালী করার মাধ্যমে ক্যান্সারের যত্ন পরিষেবার বিষয়ে আরও সচেতনতা তৈরি করা যায় তার উপর আলোকপাত করবে। সেমিনারটি স্বেচ্ছাসেবক হস্তক্ষেপের বিভিন্ন দিক এবং জাতিসংঘের স্বেচ্ছাসেবকদের জন্য তরুণ/যোগ্য ব্যক্তিদের জন্য সুযোগগুলিও তুলে ধরা এবং কীভাবে জাতীয় ও আন্তর্জাতিক জাতিসংঘের স্বেচ্ছাসেবক হতে হবে সে সম্পর্কে প্রচার করা হয়। এটি সংগঠন, উন্নয়ন সহযোগী, স্বেচ্ছাসেবক, যুব এবং সরকারী দপ্তরের মধ্যে স্বেচ্ছাসেবকদের স্বীকৃতি এবং তাদের মূলধারার প্রক্রিয়ায় নিয়ে আসার পাশাপাশি জেলা সেক্টরাল পরিকল্পনায় স্বেচ্ছাসেবকতাকে একীভূত করার জন্য সমন্বয় গড়ে তোলার দিকে মনোনিবেশ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।