নওগাঁর মান্দা শাহ্ কৃষি তথ্য পাঠাগারের উদ্যোগে গ্রামীণ পিঠামেলার উৎসব

নওগাঁর মান্দা শাহ্ কৃষি তথ্য পাঠাগারের উদ্যোগে গ্রামীণ পিঠামেলার উৎসব
MostPlay

নওগাঁ জেলার মান্দা উপজেলার কালীগ্রাম পল্লিতে শাহ্ কৃষি তথ্য পাঠাগার ও যাদুঘরের উদ্যোগে গ্রামীণ পিঠামেলার আয়োজন করা হয়েছে।

আজ শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে দিনভর আয়োজিত এ মেলার উদ্বোধন করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিক। এ মেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মনজুর হোসেন, রাজশাহী কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ড. নাসিমি ইয়াসমিন চৌধুরী, রুয়েটের স্থাপত্য বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক নাদিয়া মনজুর ও প্রথম আলোর রাজশাহী প্রতিনিধি আবুল কালাম মুহাম্মদ আজাদসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

শাহ্ কৃষি তথ্য পাঠাগার ও যাদুঘরের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম শাহ্ বলেন, গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে শাহ্ কৃষি তথ্য পাঠাগার ও কৃষি যাদুঘরের উদ্যোগে দ্বিতীয়বারের মত এ মেলার আয়োজন করা হয়। যাতে করে নতুন প্রজন্ম গ্রামীণ লোকজ সংস্কৃতি সম্পর্কে জানতে পারে। এছাড়া গ্রামের নারীদের উৎসাহিত ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এ মেলার আয়োজন করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password