কাতার বিশ্বকাপ নিশ্চিত জার্মানির

কাতার বিশ্বকাপ নিশ্চিত জার্মানির
MostPlay

স্পোর্টস ডেস্ক : ইউরোপ অঞ্চল থেকে কাতার বিশ্বকাপে খেলা নিশ্চিত করলো জার্মানি। সোমবার (১১ অক্টোবর) রাতে নর্থ মেসিডোনিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে কাতার বিশ্বকাপে জায়গা করে নেয় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপের টিকিট কাটার ঝামেলা নেই কাতারের। প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজনের অধিকার পাওয়ায় বিশ্বকাপে জায়গা করার ঝক্কি থেকে বেঁচে গেছে দেশটি। বাকি ৩১টি জায়গার জন্য লড়াইয়ে নামতে হয়েছিল দুই শতাধিক দেশকে। এই জয়ের ফলে টিকিট কাটার ঝামেলাটা সবার আগে চোকাল জার্মানি।

চলতি বছরের মার্চে নিজেদের ঘরের মাঠেই নর্থ মেসেডোনিয়ার কাছে ১-২ গোলে হেরে গিয়েছিলো জার্মানি। বাছাইপর্বে এখন পর্যন্ত জার্মানির একমাত্র পরাজয় এটি। সেই হারের বদলা সুদে-আসলেই নিয়েছে ইউরোপের শক্তিশালী দলটি। মেসেডোনিয়ার মাঠে গিয়ে গুনে গুনে দিয়েছে এক হালি গোল। গোলের সংখ্যা আরও বাড়তে পারতো সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের। মেসেডোনিয়ার গোলরক্ষক স্টোল দিমিত্রভস্কির দুর্দান্ত কিছু সেভে গোলের সংখ্যা এক হালির বেশি করতে পারেনি জার্মানরা।

৪-০ গোলের বড় ব্যাবধানে জয় পেলেও প্রথম ৫০ মিনিট কোন গোল আদায় করে নিতে পারেনি জার্মানি। এরপর খেই হারায় মেসেডোনিয়া। পরবর্তী ৩৩ মিনিটে হজম করে চার-চারটি গোল। জোড়া গোল করেছেন টিমো ভের্নার। তাঁর দুই গোলের আগে-পরে গোল করেছেন কাই হাভার্টজ ও জামাল মুসিয়ালা।

তবে হ্যান্সি ফ্লিকের দলের বিশ্বকাপ নিশ্চিত করেছে গ্রুপ ‘জে’র অন্য ম্যাচ। রোমানিয়ার কাছে আর্মেনিয়া ১-০ ব্যবধানে হেরে যাওয়াতেই নিশ্চিত হয়েছে, শেষ দুই ম্যাচে হারলেও জার্মানির গ্রুপ–সেরা হওয়া কেউ আটকাতে পারবে না। ৮ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ২১ পয়েন্ট। পয়েন্ট টেবিলে তারা আছে শীর্ষে। সমান ম্যাচ থেকে দ্বিতীয় স্থানে থাকা রোমানিয়ার সংগ্রহ ১৩ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা নর্থ মেসিডোনিয়ার সংগ্রহ ১২ পয়েন্ট।

মন্তব্যসমূহ (০)


Lost Password