হাতির বিরুদ্ধে থানায় জিডি

হাতির বিরুদ্ধে থানায় জিডি
MostPlay

বন্য হাতির আক্রমণে একটি মুদি দোকান ভাঙচুরের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এতে হাতির আক্রমণে দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকানি। রোববার (৩১ ডিসেম্বর) চট্টগ্রামের আনোয়ারা থানায় ওই জিডি করেন বৈরাগ ইউনিয়নের মধ্যম গুয়াপঞ্চক গ্রামের আমুর পাড়ার মো. আবদুল হাকিম।

থানায় দেওয়া অভিযোগে ক্ষতিগ্রস্ত মো. আবদুল হাকিম উল্লেখ করেন, রোববার ভোর ৫টার দিকে হঠাৎ একটি হাতি তার সেমিপাকা দোকানে আক্রমণ করে দোকানের গ্রিল ভেঙে ফেলে। এ সময় দোকান মালিক আবদুল হাকিম দোকানে ঘুমাচ্ছিলাম।

হঠাৎ ঘুম ভেঙে গেলে তিনি প্রাণে বেঁচে বের হতে পারলেও হাতির দল দোকানটির চাল, গম, চিনি, আটা, ভুসিসহ প্রায় দেড় লাখ টাকার ক্ষতি করে। এ ব্যাপারে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মেদ বলেন, হাতির আক্রমণে এক দোকানের মালামাল ক্ষতি হওয়ার তথ্য উল্লেখ করে থানায় একটি জিডি হয়েছে। বিভিন্ন সময় হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীরা এসে অভিযোগ দেন। আমরা সেসব অভিযোগ সরেজমিনে তদন্ত করি। আজকেও এ ধরনের একটি অভিযোগ পেয়েছি।

মন্তব্যসমূহ (০)


Lost Password