ঈদুল আজহায় টানা পাঁচ দিন ছুটি, মন্ত্রিসভায় অনুমোদন

ঈদুল আজহায় টানা পাঁচ দিন ছুটি, মন্ত্রিসভায় অনুমোদন
MostPlay

প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে ২৭ জুন ছুটি অনুমোদন করেছে মন্ত্রিসভা। সেই হিসেবে আগামী ২৭ জুন থেকে পহেলা জুলাই পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার চাঁদ দেখা গেলে মঙ্গলবার (২০ জুন) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এ ক্ষেত্রে বাংলাদেশে আগামী ২৯ জুন (১০ জিলহজ) ঈদুল আজহা উদযাপিত হবে। চাঁদ দেখা না গেলে মঙ্গলবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে আগামী বুধবার (২১ জুন) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে, দেশে ঈদ পালিত হবে ৩০ জুন।

আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেন, ঈদের সময় মানুষ যাতে সহজে গ্রামে যেতে পারেন সেজন্য আমরা আগামী ২৭ জুন থেকে ছুটির সুপারিশ করেছি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও বলেছিলেন, ঈদুল আজহার ছুটি একদিন বাড়াতে আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটির সুপারিশ যৌক্তিক। এদিকে রোববার সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ২৭ জুন হজ ও ২৮ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।

আগামী ২৯ জুন কোরবানির ঈদ ধরে এবার ছুটি নির্ধারিত হলো ২৭, ২৮, ২৯ ও ৩০ জুন। আর পহেলা জুলাই শনিবার হওয়ায় ঈদে টানা পাঁচ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

মন্তব্যসমূহ (০)


Lost Password