টানা পাঁচদিন পর ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করেছে সরকার। ইন্টারনেট চালুর আগে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।
জুনাইদ আহমেদ পলক বলেন, আমরা অগ্রাধিকার ভিত্তিতে পরীক্ষামূলক ব্রডব্যান্ড কানেকটিভিটি ফিরিয়ে আনছি। কেউ যেন মিথ্যা ও গুজবে বিভ্রান্ত না হন, সেজন্য অনুরোধ করবো। মিথ্যা সংবাদ দেখে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, আবেগতাড়িত হবেন না। মূলধারার গণমাধ্যমগুলোর সংবাদকে প্রাধান্য দিতে হবে, সেগুলো সবার আগে জনগণকে গ্রহণ করতে হবে।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমগুলো গুজব তৈরির কারখানা। সেখান থেকে অবাধে গুজব ছড়িয়ে মানুষের প্রাণহানি ঘটানোর চেষ্টা করা হচ্ছে। বিদেশি মিডিয়াগুলো তাদের সঙ্গে যুক্ত হয়েছে। পেইড এজেন্ট হিসেবে তারাও অপপ্রচার চালাচ্ছে। এসব ব্যাপারে জনগণকে সজাগ থাকতে হবে।
সবাইকে শান্ত থাকার পরামর্শ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রের জনগণের কোনো ক্ষতি যেন না হয়, সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগগুলো নিয়েছেন। সরকার শিক্ষার্থীদের দাবি পূরণ করেছে। এখন আমরা চাই অর্থনৈতিক, সামাজিক, প্রশাসনিক কর্মকাণ্ড যেন দ্রুত ফিরে আসে। দেশের ৫ কোটি ছাত্র-ছাত্রী ভাইবোনদের অনুরোধ করবো, আপনারা শান্ত থাকুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রছাত্রীদের পক্ষে ছিলেন, পক্ষে আছেন।
ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর ক্ষেত্রে কোন কোন খাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, তা জানিয়ে পলক বলেন, ব্যাংকিং সেক্টর, বাণিজ্যিক অঞ্চল, গণমাধ্যম, কূটনৈতিক অঞ্চল, পোশাকশিল্প, আইটি ফ্রিল্যান্সার, আউটসোর্সিং বিজনেস, সফটওয়্যার ডেভেলপার, রফতানিকারকদের প্রাধান্য দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে যত দ্রুত সম্ভব ইন্টারনেট চালু করা হচ্ছে।
 
                                         
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন