সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন-মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৪০০ জন সুফলভোগীর মধ্যে বাড়ন্ত স্ত্রী ভেড়া ও গৃহ নির্মাণ উপকণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ মে) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজের সভাপতিত্বে ভেড়া ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার মোঃ আব্দুল গাফফার, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মোঃমনিরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরী, কৃষি অফিসার প্রকাশ চন্দ্র সরকার, থানার ওসি পলাশ চন্দ্র দেব , মৎস কর্মকর্তা আবু সাঈদ, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ,মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা,ভ্যাটেনারী সার্জন ডা.রাফি ফায়সাল তালুকদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহলাদ কুমার, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ ,নজিপুর পৌর আওয়ামীলীগের সভাপতি মো:শহিদুল আলম বেন্টু আদিবাসি নেতা সুধির তিকী ও সাংবাদিবৃন্দ সুধিজন প্রমূখ।
এ সময় ৪শ ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের মাঝে বাড়ন্ত স্ত্রী ভেড়া ও গৃহ নির্মাণ উপকরণ হিসাবে ঢেউটিন, খুটি এবং রুচি বৃদ্ধির ভিটামিন ও অ্যান্টিবায়োটিক ঔষধ বিতরণ করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন