লাভলী আক্তার নেত্রকোনা কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ার প্রেসক্লাবের আয়োজনে নওপাড়া ইউনিয়নের কাউরাট এতিমখানা মাদ্রাসায় শতাধিক শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (২৮জানুয়ারী) সকাল ৯ টা ৩০ মিনিটে এতিম খানা মাদ্রাসা প্রাঙ্গনে এ কম্বল বিতরণ করা হয়। কেন্দুয়া প্রেসক্লাবের সহসভাপতি সুনীল পোদ্দারের সভাপতিত্বে ও কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সদস্য আশরাফ উদ্দিন ভূঞার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা ৩- (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।
এ সময় তিনি বলেন- আমরা প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এসেছি। প্রধানমন্ত্রী আপনাদের খোঁজ-খবর নিচ্ছেন,সহায়তা করছেন,তিনি মানবতার মা।আপনাদের ভাল রাখার চেষ্টা করে যাচ্ছেন। সাংবাদিকরা রিপোটিংয়ের পাশাপাশি মানবিক কাজে এগিয়ে আসছেন এজন্য কেন্দুয়া প্রেসক্লাবসহ সাংবাদিকদেরকে ধন্যবাদ জানাই।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ও সাবেক যুবউন্নয়নের মহা পরিচালক মোঃ ফারুক আহমেদ, জেলা পরিষদ সদস্য মোস্তাফিজ উর রহমান ভূঞা বিপুল, নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার জাহান কাউসার,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজু, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক ছানা,
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সুমন,কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দিলবাহার খান,দপ্তর সম্পাদক কিশোর কুমার শর্মাসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও দলীয় নেতৃবৃন্দ এবং সুধীজন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন