রাবিতে ভালোবাসা দিবসে প্রেম বঞ্চিত সংঘের বিক্ষোভ

রাবিতে ভালোবাসা দিবসে প্রেম বঞ্চিত সংঘের বিক্ষোভ

কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না, প্রেমের নামে প্রহসন চলবে না চলবে না, প্রেমের সুষম বণ্টন চাই’ এমন সব অদ্ভুত স্লোগান দিয়ে প্রেমের দাবিতে বিক্ষোভ করেছে ‘প্রেমবঞ্চিত সংঘ’। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘প্রেম বঞ্চিত সংঘে’র উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করেছে সংগঠনটির সদস্যরা। সোমবার (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে শুরু হয় এ বিক্ষোভ।

সমাবেশে বক্তব্য রাখেন প্রেম বঞ্চিত সংঘের সভাপতি কাজী মোহাম্মদ নোমান। নোমান বলেন, ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ক্যাম্পাসের দুঃস্থ-অসহায় নানি ও শিশুদের একবেলার খাবারসহ আমরা বৃক্ষরোপণ করেছি। এ কর্মসূচি থেকে আমরা এটা প্রচার করতে চাই যে- ভালোবাসা দিবসে শুধু প্রেমিক-প্রেমিকা আড্ডা নয়। এদিনে সকলের দুঃখকষ্ট অনুভব করে ভালোবাসা ছড়িয়ে দেয়াও সম্ভব।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে তাদের বিক্ষোভ শুরু হয়। এর আগে ‘কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না’, ‘তুমি কে আমি কে, বঞ্চিত বঞ্চিত’, ‘নষ্ট প্রেমের খ্যাতাতে, আগুন জ্বালো একসাথে’, ‘দেহ দিয়ে প্রেম নয়, মন দিয়ে প্রেম হয়’, ‘প্রেমের নামে প্রহসন, চলবে না চলবে না’- নেতাকর্মীদের এমন শ্লোগান উত্তপ্ত হয় ক্যাম্পাস। এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে ক্যাম্পাসের এক সাধারণ শিক্ষার্থী রাফি বলেন, প্রেম বঞ্চিত সংঘের কার্যক্রম সেশনারী।

ভালোবাসা দিবসের ঠিক কয়েকদিন আগে ক্যাম্পাসে তাদের উদয় ঘটে। এছাড়া ভালোবাসা দিবসে বিক্ষোভসহ সমাবেশও করতে দেখা যায়। সেখান থেকে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে তারা সেখানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। সেখানে প্রেমবঞ্চিত সংঘের নতুন কমিটির সাধারণ সম্পাদক ইহতাসানুল হক ইবনুর বলেন, ‘আমরা প্রেমের বিরোধী নই, আমরা প্রেমের সুষম বণ্টন চাই।

প্রেমের নামে যারা ভণ্ডামি করে, একসঙ্গে একাধিক প্রেম করে, আমরা এর বিরোধী। আমরা মনে করি, প্রতিটি মানুষের জীবনে প্রেম-ভালোবাসা দরকার। প্রেম ভালোবাসা না থাকায় অনেকেই হতাশায় ভুগছে। এই হতাশার কারণে অনেকেই আবার আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। আমরা এসব বিষয়ের প্রতিকার চাই।

মন্তব্যসমূহ (০)


Lost Password