নওগাঁর বদলগাছীতে তিন খুনের মামলায় মৃত্যুদণ্ড ৯, কারাদণ্ড ১

নওগাঁর বদলগাছীতে তিন খুনের মামলায় মৃত্যুদণ্ড ৯, কারাদণ্ড ১
MostPlay

নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় আলোচিত তিন খুনের মামলায় ২০ আসামির মধ্যে ৯ জনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় সম্পৃক্তা না থাকায় আদালত ১০ জন কে বেকসুর খালাস দিয়েছে ।

আজ সোমবার (১৪ মার্চ) দুপুর ১২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ-দ্বিতীয় আদালতের বিচারক হাসান মাহমুদুল ইসলাম এ রায় দেন। রায়ে সন্তোস প্রকাশ করেন মামলার বাদি ফরহাদ হোসেন । মামলার বিবরণে জানা যায়, জমি সংক্রান্ত বিবাদ নিয়ে বদলগাছীর উজালপুর গ্রামের প্রতিবেশী শহিদুল ইসলামের সাথে হাসেম, আলী, সাইদুল, ও আইজুলের বিরোধ চলছিল ।

এ বিরোধের জের ধরে ২০১৪ সালের ৬ জুন হাসেম, সাইদুল ও আইজুল তারা একত্রিত হয়ে শহিদুলের বসত বাড়ীতে হামলা করে । এ সময় হাসেম বাহিনীর ধারালো অস্ত্র নিয়ে শহিদুল সহ তার পরিবারের উপর হামলা করলে ঘটনা স্থলেই শহিদুল ও আহত অবস্থায় তার দু ভাই হাসপাতালে মারা যায় এ ঘটনায় বদলগাছী থানায় মামলা করে শহিদুলের ছেলে ফরহাদ হোসেন । মামলায় দীর্ঘ শুনানী শেষে আদালত ৯ জন কে ফাঁসী ও এক জন কে যাবজ্জীবন কারাদন্দ দেয় ।

মামলা বাদি ফরহাদ হোসেন বলেন, আমরা ন্যায় বিচা পেয়েছি । তবে এ মামলায় এখনো ৩ জন আটকের বাইরে আছে তাদের দ্রত আইনের আওতায় আনার দাবী করেন তিনি । এ মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবি মো: মোজাহার হোসেন বলেন, এ রায়ের মধ্যে দিয়ে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে ।

মন্তব্যসমূহ (০)


Lost Password