বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সর্বোচ্চ সংখ্যক আসন পেয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক আহ্বায়ক এম এ মতীন। একই সাথে তিনি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্বও তুলে ধরেন।
বুধবার (২ জুলাই) বিকেলে নওগাঁর মান্দায় কয়াপাড়া কামার কুড়ি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কৃষক দলের আয়োজনে এক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথি এম এ মতীন এমন মন্তব্য করেন।
রাজনৈতিক আশাবাদ ব্যক্ত করে এম এ মতীন বলেন, দেশের মানুষ আজ পরিবর্তন চায়। বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় এবং জনগণের আস্থাভাজন রাজনৈতিক দল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সর্বোচ্চ সংখ্যক আসন পেয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করবে। ১৭ বছর ধরে আমাদের নেতা-কর্মীদের ওপর অকথ্য দমন-পীড়ন সত্ত্বেও দলের প্রতি জনগণের সমর্থন কমে যায়নি, বরং আরও সুদৃঢ় হয়েছে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকে আমাদেরকে কখনো বিচ্ছিন্ন করতে পারবে না।
পরিবেশ সুরক্ষায় গাছের গুরুত্ব প্রসঙ্গে এম এ মতীন বলেন, গাছ শুধু আমাদের জীবনধারণের জন্য প্রয়োজনীয় অক্সিজেনই সরবরাহ করে না, এটি বায়ুমণ্ডল থেকে ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা বিশ্বাস করি, একটি সুস্থ পরিবেশের পাশাপাশি একটি সুস্থ গণতান্ত্রিক সরকারও দেশের জন্য অপরিহার্য।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক, যিনি দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি পরিবেশ সুরক্ষার গুরুত্ব গভীরভাবে উপলব্ধি করেছিলেন। তিনি বৃক্ষরোপণের মাধ্যমে দেশে এবং বিদেশে সবুজায়নে এক বিপ্লব ঘটিয়েছিলেন। আজ আমরা তার সেই মহান আদর্শে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষের মধ্যে গাছের চারা বিতরণ করছি।
এ কর্মসূচিতে মান্দা উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. এমদাদুল হক সুলতানের সভাপতিত্বে ও কৃষক দলের সদস্য সচিব মলয় কুমার ঘোষ এর সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ডাঃ ইকরামুল বারী টিপু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম নাজমুল হক নাজু, তোফাজ্জল হোসেন টুকু প্রমুখ।
অনুষ্ঠান শেষে সাধারণ নারী ও পুরুষের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ বনজ ও ঔষধি গাছের চারাগাছ বিতরণ করা হয় এবং মাসব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠানের মাধ্যমে প্রতিটি ইউনিয়নে চারা বিতরণ করা হবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন