শার্শায় প্রাণি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

শার্শায় প্রাণি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
MostPlay

যশোরের শার্শা উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে সহকারি কমিশনার (ভূমী) রাশনা সারমিন মিথি’র সভাপতিত্বে প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি। শার্শায় প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্ধোধন করা হয়েছে।

“পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন, প্রাণীসম্পদ প্রদর্শনীর আয়োজন” এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে প্রাণীসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়। বুধবার (১৬ ফেব্রুয়ারী) শার্শা উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল এবং প্রাণিসম্পদ দপ্তর ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আয়োজনে উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপী এ প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়। দিনব্যাপী এ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন খামারিরা তাদের উৎপাদিত পণ্য ও পশু-পাখি প্রদর্শন করেন।

প্রদর্শনে বিভিন্ন উন্নত জাতের গরু, দেশীয় ছাগল, ইন্ডিয়ান তুতাপুরি ছাগল, বিভিন্ন প্রজাতির কবুতর, খরগোশ, হাঁস-মুরগি, ভেড়া, গাড়ল, ঘোড়া, টিয়াসহ আরো বিভিন্ন পশু-পাখি প্রদর্শনীতে তোলা হয়। মেলা দেখতে সকাল থেকে সাধারণ মানুষ ভিড় করতে শুরু করে। সবশেষে বিভিন্ন ক্যাটাগরিতে খামারিদের পুরস্কার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ সালেহ আহমেদ মিন্টু, যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, আসাদুজ্জামান বাবলু, শার্শা থানার অফিসার্স ইনচার্জ মামুন খান, যুবলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সোহারাব হোসেন, চেয়ারম্যান কবির উদ্দিন তোতা, আওয়ামীলীগ নেতা মোরাদ হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুলাহ আল-মামুন সহ প্রমুখ।

মন্তব্যসমূহ (০)


Lost Password