সভার মূল লক্ষ্য ছিল সাংবাদিকদের পেশাগত সমস্যা নিরসন, সংহতি বৃদ্ধি, এবং সাংবাদিকদের হয়রানি ও বৈষম্য প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গড়ে তোলা। সভায় সভাপতিত্ব করেন মো. খোরশেদ আলম, জাতীয় দৈনিক লাখো কণ্ঠ-এর জেলা প্রতিনিধি ও মফস্বল সাংবাদিক ইউনিয়ন নওগাঁ জেলা শাখার সভাপতি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. ইকরামুল বারী টিপু (এমবিবিএস), উপদেষ্টা, নওগাঁ জেলা মফস্বল সাংবাদিক ইউনিয়ন। সভার সঞ্চালনা করেন এম এ মালেক, ভোরের দর্পনের ধামইরহাট উপজেলা প্রতিনিধি ও সভাপতি ধামইরহাট উপজেলা প্রেসক্লাব । অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিভিন্ন উপজেলার প্রেসক্লাব ও মফস্বল সাংবাদিক ইউনিয়নের নেতারা। বক্তাদের মধ্যে ছিলেন বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ফজলে মোওলা, সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি বরুণ মজুমদার (সেই সাথে জেলা শাখার সহ-সভাপতি), আক্কাস আলী (সহ-সভাপতি), মো. নাদিম হোসেন (যুগ্ম সাধারণ সম্পাদক), মো. সাকাওয়াত হোসেন (মহাদেবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক), নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি ও জেলা শাখার সহ-সভাপতি মো. আব্দুল আজিজুল, মান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ফজলুল করিম সবুজ, জেলা শাখার সহ-অর্থ সম্পাদক মো. রইচ উদ্দীন, প্রচার সম্পাদক মো. ওয়াসিম রাজু, পত্নীতলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জেলা নির্বাহী সদস্য মো. বুলবুল চৌধুরী এবং জেলা দপ্তর সম্পাদক মো. তুষার আহমেদ প্রমুখ।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে তুলে ধরেন, বর্তমানে উপজেলাসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা কিছু প্রভাবশালী নেতার দ্বারা হয়রানির শিকার হচ্ছেন। বক্তারা জোর দিয়ে বলেন, কোনো সাংবাদিক যেন বৈষম্যের শিকার না হন, সেজন্য জেলা নেতৃবৃন্দের নজরদারি প্রয়োজন। সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে জেলা কমিটি সংগঠিত করতে উপজেলা নেতারা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় সভাপতির বক্তব্যে মো. খোরশেদ আলম বলেন, “আমরা এখন এমন এক পরিস্থিতিতে আছি, যেখানে অনেক সাংবাদিক নিজেদের দ্বারাই নির্যাতনের শিকার হচ্ছেন। সাংবাদিকতার মূলে কোনো দল বা গোষ্ঠীর পরিচয় নেই। আমরা জাতির বিবেক হিসেবে কাজ করি এবং আমাদের লক্ষ্য সবসময় নির্যাতিতদের পক্ষে থেকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা। আমাদের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, “কোনো সাংবাদিক নির্যাতনের শিকার হলে মফস্বল সাংবাদিক ইউনিয়নের সদস্যরা সর্বদা পাশে থাকবে। অতীতে নওগাঁর জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ বিভিন্ন সমস্যায় আমাদের পাশে থেকেছে এবং নবনিযুক্ত জেলা প্রশাসক ও পুলিশ সুপার আমাদের দাবি-দাওয়ার বিষয়ে ইতিবাচক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।”
সভায় অংশ নেওয়া সব নেতৃবৃন্দ একমত পোষণ করেন যে, সাংবাদিকতার মর্যাদা রক্ষায় এবং হয়রানি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সভা শেষে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম এবং নওগাঁ জেলা শাখার কাঠামো আরও সুসংগঠিত করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। সভা শেষে নেতারা বলেন, সাংবাদিকতার মুল্যবোধ বজায় রেখে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই হবে তাদের প্রধান দায়িত্ব। একইসঙ্গে স্থানীয় প্রশাসনের সহায়তায় পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন