বিশ্বের প্রায় ৪০টি দেশে পাওয়া গেছে অমিক্রন

বিশ্বের প্রায় ৪০টি দেশে পাওয়া গেছে অমিক্রন
MostPlay

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন বিশ্বের প্রায় ৪০টি দেশে পাওয়া গেছে।

নতুন এই অমিক্রন ভ্যারিয়েন্টটি দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত করা হয়। দেশটির বিজ্ঞানীরা এর পরই এই ব্যাপারে বিশ্বকে সতর্ক করে দেন।

এই ভ্যারিয়েন্টটি অনেক বেশি পরিবর্তিত হলেও এটি আগেরগুলোর চেয়ে বেশি সংক্রমণশীল কিনা বা কোভিড টিকাকে ফাঁকি দিতে পারে কিনা - এসব বিষয়ে এখনও পরিষ্কার তথ্য পাওয়া যায়নি।

অমিক্রন ভ্যারিয়েন্ট এর মোকাবেলার জন্য বিশ্বের অনেক দেশ ইতোমধ্যে আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় কয়েকটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। ভ্যারিয়েন্টটি আসার সাথে সাথেই ইউরোপের দেশগুলোতেও সংক্রমণ বেড়ে গেছে।

ড. সোয়ামীনাথন দক্ষিণ আফ্রিকার তথ্য বিশ্লেষণ করে বলেছেন, অমিক্রন ভ্যারিয়েন্ট অতি সংক্রমণশীল এবং সারা বিশ্বে এই ভ্যারিয়েন্ট প্রাধান্য বিস্তার করতে পারে- যদিও এসব আগে থেকে ধারণা করা কঠিন কেননা সারা বিশ্বে বর্তমানে যেসব সংক্রমণ ঘটছে তার ৯৯% এর জন্য দায়ী ডেল্টা ভ্যারিয়েন্ট।

বিশেষজ্ঞরা বলছেন, এখনই অমিক্রন নিয়ে আতঙ্কিত হওয়ার তেমন কিছু নেই তবে এটি মোকাবেলার জন্য সকলকেই সচেতন থাকতে হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password