অভাবের তাড়নায় চিরকুট লিখে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন

অভাবের তাড়নায় চিরকুট লিখে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন
MostPlay

অভাবের তাড়নায় চিরকুট লিখে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। চট্টগ্রামের মিরসরাই উপজেলায় অভাবের তাড়নায় চিরকুট লিখে মো. আমির ইমরান বিশ্বাস (৪৭) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২২ আগস্ট) উপজেলার বারইয়ারহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জামালপুর এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

বুধবার জোরারগঞ্জ থানার এসআই সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত মো. আমির ইমরান বিশ্বাস রাজবাড়ীর বালিয়াকান্দি থানার মৃত আব্দুর রশিদ বিশ্বাসের ছেলে। তিনি পরিবার নিয়ে বারইয়ারহাট পৌরসভার জামালপুর এলাকার মাহী ভবনে ভাড়া বাসায় থাকতেন। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ইমরান অভাবের তাড়নায় মানসিক হতাশা থেকে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে ৯৯৯-এ ফোন পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।

পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। এদিকে, মরদেহের সুরতহাল রিপোর্টে দেখা যায়, ইমরানের বুকের ওপর স্কচটেপ দিয়ে একটি চিরকুট আটকানো ছিল। সেখানে লেখা ছিল, ‘আমার মা ফাতেমা ও জুনাই, আমার কলিজা। আল্লাহ দয়া করো ওদের। আমার আমানত তোমার হাতে।

এসআই সাইফুর রহমান জানান, মরদেহের সঙ্গে পাওয়া চিরকুট থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আর্থিক অভাব-অনটন ও মানসিক হতাশা থেকে ইমরান আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে স্ত্রী এবং সন্তান অসুস্থ থাকায় তাদের মাস তিনেক আগে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন তিনি।

তিনি আরও বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হবে। এরমধ্যে তাদের খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password