নওগাঁর সাপাহারে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

নওগাঁর সাপাহারে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

নওগাঁর সাপাহারে সড়ক দূর্ঘটনায় ফারুক হোসেন (৪২) নামে মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ফারুক হোসেন পত্নীতলা উপজেলার গোবিন্দবাটি গভীড়াকুড়ি গ্রামের দছিমদ্দিন (পেপে)'র ছেলে বলে জানা গেছে।

জানা যায় , বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে পোরশা উপজেলার বালিয়াচাঁন্দা এলাকায় ফারুক আমবাগান পরিচর্যা করতে যান। পরে আম বাগান থেকে সাপাহার বাজারের দিকে মোটরসাইকেল যোগে ফিরে আসার সময় পথিমধ্যে উপজেলার তেঘরিয়া নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে অপর দিক থেকে আসা একটি ট্রলির সাথে ধাক্কা লাগে। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

এবিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবীর।

মন্তব্যসমূহ (০)


Lost Password