নওগাঁর রাণীনগর উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ শরিফুল ইসলাম বাবু (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটক শরিফুল ইসলাম বাবু উপজেলার সদরের রণসিংঙ্গার গ্রামের মৃত সমসের সরদারের ছেলে।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, উপজেলা সদরের রেলগেট এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে শরিফুল ইসলাম বাবুকে আটক করে পুলিশ। আটক বাবুর কাছ থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, আটক শরিফুল ইসলাম বাবু বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন