ভয়াবহ রূপে ডেঙ্গু; প্রতিদিন হাসপাতালে ভর্তি ৮শ’র ওপর রোগী

ভয়াবহ রূপে ডেঙ্গু; প্রতিদিন হাসপাতালে ভর্তি ৮শ’র ওপর রোগী
MostPlay

অক্টোবরে ভয়াবহ চেহারা দেখাচ্ছে ডেঙ্গুজ্বর। ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন আটশরও উপরে রোগী। গেল ২৪ ঘন্টায় মারা গেছেন আরো্ ৪ জন। এর মাধ্যমে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ১১০ জনে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯৬ জন রোগী।

ঢাকার দুই মেয়রকে ডেঙ্গুর বিরুদ্ধে চিরুনি অভিযান করতে বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। অন্যদিকে স্বাস্থমন্ত্রী বলেছেন, মশা নিধন করা না গেলে রোগী কমানো সম্ভব নয়। তবে, অতিরিক্ত রোগীদের সেবায় করোনার ডেডিকেটেড হাসপাতালগুলোকে ডেঙ্গু চিকিৎসায় কাজে লাগানোর কথা জানান মন্ত্রী।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হওয়াদের মধ্যে ৫৩৭ জন ঢাকা এবং ঢাকার বাইরে ৩৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সবমিলিয়ে বর্তমানে সারাদেশে ৩ হাজার ১৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password