নওগাঁর সাপাহারে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন

নওগাঁর সাপাহারে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন

নওগাঁর সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্যেষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার সকালে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্গন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনী নিয়ে স্মৃতিচারণ ওআলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম।

অনুষ্ঠানে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক আব্দুর রাজ্জাক, জুয়েল হোসেন, শামীমা সহ সকল শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password