বিরল রোগে হাতের রেখা নেই একই পরিবারের ৬ জনের

বিরল রোগে হাতের রেখা নেই একই পরিবারের ৬ জনের

এক বিরল রোগে আক্রান্ত রাজশাহীর একই পরিবারের ৬ জন। অ্যাডারমাটো গ্লিফিয়া নামের এই বংশগত রোগের ফলে তাদের কারোরই হাতের রেখা মিলছে না। ফলে সরকারি বেসরকারি সেবা পেতে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।

রাজশাহীর পুঠিয়ার পচামাড়িয়া গ্রামের অমল সরকার। জন্মগতভাবে হাতের কোন রেখা না থাকার পরও জাতীয় পরিচয়পত্র পেয়েছেন ঠিকই, কিন্তু ভোগান্তিটা অন্য জায়গায়।এই যেমন বায়োমেট্রিক পদ্ধতি চালুর পর, জাতীয় পরিচয়পত্র দেখিয়ে মোবাইল সিম নিতে গেলেও সেবা বঞ্চিত হয়েছেন তিনি।

এ গল্প শুধু তার একার নয়, পরিবারের আরো ৫ সদস্য পড়েছেন একই ভোগান্তিতে। তারা বলছেন, বংশগত এ রোগের কারণে সরকারি বেসরকারি সেবা প্রাপ্তি নতুন করে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে।
 চিকিৎসাবিজ্ঞানের ভাষায় রোগটিকে অ্যাডারমাটো গ্লিসিয়া কিংবা ইমিগ্রেশন ডিলে ডিজিজ বলা হয়। তবে, বংশগত হওয়ায় তেমন কোন চিকিৎসা নেই এ রোগের। তাই সেবা গ্রহণে বিকল্প পদ্ধতির কথা বলছেন চিকিৎসকরা।

একমত নির্বাচন কমিশনও। এ রোগে আক্রান্ত কিংবা যাদের হাতে সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে আইরিশ ও ফেইস রিকগনেশন পদ্ধতি চালুর কথা জানিয়েছে জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ।

বিরল এই রোগে আক্রান্তের সংখ্যা বিশ্বে খুবই কম, আর বাংলাদেশে খবর মিলেছে এই প্রথম।

মন্তব্যসমূহ (০)


Lost Password