রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় ৬৬ করোনা রোগী শনাক্ত

রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় ৬৬ করোনা রোগী শনাক্ত

রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় ৬৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শুক্রবার (২ এপ্রিল) নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন। শনিবার বিভাগীয় স্বাস্থ্য দফতরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার বিভাগের রাজশাহীতে ২০ জন, বগুড়ায় ১৯ জন, সিরাজগঞ্জে ২৫ জন এবং পাবনায় দুইজন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগের ১৩ জন করোনা রোগী সুস্থও হয়েছেন।এদের মধ্যে ১৮ জনের বাড়ি রাজশাহী। বাকি পাঁচজন বগুড়ার বাসিন্দা। শুক্রবার বিভাগে করোনায় নতুন করে কারও মৃত্যু হয়নি। বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৪১৩ জনের মৃত্যু হয়েছে।

বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ৭২ জন। এদের মধ্যে ২৪ হাজার ৮১৮ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ১২০ জন কোভিড-১৯ রোগী।

মন্তব্যসমূহ (০)


Lost Password