লকডাউনের ৪র্থ দিনঃ রাজধানীতে আটক ৫৬৬, জরিমানা ১১ লাখ টাকা

লকডাউনের ৪র্থ দিনঃ রাজধানীতে আটক ৫৬৬, জরিমানা ১১ লাখ টাকা

করোনা সংক্রমণ রোধে চতুর্থ দিনে দেশে চলমান কঠোরবিধিনিষের লকডাউনে সরকারি বিধি-নিষেধ অমাণ্য করায় ৫৬৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ ২৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ট্রাফিক বিভাগ কর্তৃক ৪৪৩টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয়েছে ১০ লাখ ২২ হাজার টাকা। এ নিয়ে লকডাউনের চতুর্থ দিনে রাজধানীতে মোট এক হাজার ৯৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৬ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম গনমাধ্যমকে এসব তথ্য জানান।

ইফতেখায়রুল ইসলাম বলেন, অনেক মানুষই সরকারি নির্দেশনা উপেক্ষা করে বাইরে বের হচ্ছে। বাইরে বের হওয়ার কারণ জিজ্ঞেসা করলে নানা ধরনের অযৌক্তিক অজুহাত দেখাচ্ছেন। এ ধরনের মানুষের বাইরে ঘোরা ফেরা ঠেকাতে মাঠে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে আইন-শৃঙ্খলা বাহিনী। এছাড়া কঠোর লকডাউন বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি।

মন্তব্যসমূহ (০)


Lost Password