নওগাঁর আত্রাইয়ে সোহাগ হত্যা মামলার ৪ জন পলাতক আসামিকে গ্রেফতার

নওগাঁর আত্রাইয়ে সোহাগ হত্যা মামলার ৪ জন পলাতক আসামিকে গ্রেফতার

নওগাঁর আত্রাই উপজেলায় সোহাগ হত্যা মামলার ৪ জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুরের গাছা উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল দিবাগত রাতে উপজেলার ব্রজপুর গ্রামের দিদার সাখিদারের ছেলে আবু সাইদ সোহাগকে হত্যা করে একটি পুকুরের পাড়ে ফেলে রাখা হয়। এ ব্যাপারে পরদিন সোহাগের পিতা দিদার সাখিদার বাদী হয়ে একই পরিবারের ৪ জনসহ মোট ৬ জনকে আসামি করে আত্রাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে সিংসাড়া গ্রামের মজিবর রহমান (৫০) তার পরিবারসহ আত্মগোপন করেন।

গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানার এসআই চাঁদ আলী ফোর্সসহ অভিযান চালিয়ে গাজীপুরের গাছা থানা পুলিশের সহায়তায় মজিবর রহমান (৫০), তার স্ত্রী শাহানারা বিবি (৪২), তার মেয়ে মৌসুমী খাতুন (২২) ও তার ছেলে শামিমকে (২৬) গ্রেফতার করেন। এদিকে একই সময়ে গাজীপুরের মৌচাক এলাকা থেকে গ্রেফতার করা হয় অপহরণ মামলার পলাতক আসামি উপজেলার বিঞ্চপুর দারার বাতা গ্রামের নজরুল ইসলামের ছেলে শরিফ উদ্দিন (১৮) কে।

সে গত ১৬ জুলাই উপজেলার শলিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী শান্তিকা রাণী (১৩) কে প্রলোভন দিয়ে নিয়ে যায়। এ ঘটনায় শান্তিকার পিতা শান্তুনু সরকার বাদী হয়ে আত্রাই থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password