৫০ বছরের অবরুদ্ধ জীবন থেকে মুক্ত হলো ৩০ পরিবার

৫০ বছরের অবরুদ্ধ জীবন থেকে মুক্ত হলো ৩০ পরিবার

রংপুর মহানগরীতে ৫০ বছর পর রাস্তা দখলমুক্ত করে নগরীর মাহিগঞ্জ চকবাজার এলাকার ৩০টি পরিবারকে অবরুদ্ধ জীবন থেকে মুক্ত করেছে রংপুর সিটি করপোরেশন।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফিরোজুল ইসলাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় সেখানে উচ্ছেদ অভিযান চালায়। এ সময় রাস্তার ওপরে থাকা ৫টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়।

এ বিষয়ে রংপুর সিটি করপোরেশনের নিবাহী ম্যাজিস্টেট ফিরোজুল ইসলাম জানান, একটি মহল পরিবারগুলোর বাড়ির প্রবেশমুখে অবৈধভাবে স্থাপনা করে পরিবারগুলোকে অবরুদ্ধ করে রেখে ছিল। এই পরিবারগুলোর কেউ মারা গেলে বাড়ি থেকে লাশও বের করা যেতো না। এখন তারা মুক্ত পরিবার।

মন্তব্যসমূহ (০)


Lost Password