৯২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন আটক

৯২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন আটক
MostPlay

আজ বুধবার পূর্ব রাত সাড়ে ৪টারদিকে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুরের বিরামপুর থানার প্রস্তমপুর ফকিরপাড়া এলাকার মোশাররফ হোসেন এর বাড়িতে অভিযান পরিচালনা করে ৯২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক মোছাঃ শাহনাজ পারভীন, সিদ্দিক আলী শাহ ও মোছাঃ সেলিনা আক্তার রুপালি নামের ৩ জনকে আটক করেছে র‍্যাব।

এ সময় বাড়ির মালিক মোঃ মোশাররফ হোসেন ও তার শশুর মোঃ বিপ্লব হোসেন র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির পেছনের দরজা দিয়ে ভুট্টার ক্ষেত এর মাঝখান দিয়ে পালিয়ে যায়। র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে জানান, অভিযুক্ত মোশাররফ হোসেন ও তার স্ত্রী মোছাঃ শাহনাজ পারভীন দিনাজপুর জেলার বিরামপুর পৌরসভার প্রস্তমপুর ফকিরপাড়ার কুখ্যাত মাদক ব্যবসায়ী পরিবার। তারা কক্সবাজার জেলার টেকনাফ থেকে ইয়াবার বড় বড় চালান দিনাজপুর জেলার বিরামপুরে নিয়ে এসে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সরবরাহ করতো। তারা ইয়াবার অনেক বড় বড় চালান বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ে।

এরপর সে তার কৌশল পালটায় এবং সে টেকনাফ থেকে সমুদ্র পথে পার্শ্ববর্তী দেশ হয়ে সোনা মসজিদ ও হিলি স্থলবন্দর দিয়ে দিনাজপুর জেলার বিরামপুরে তার নিজ বাড়িতে ইয়াবার চালান নিয়ে এসে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সরবরাহ করতো। এছাড়াও সে পার্শ্ববর্তী দেশ থেকে বিভিন্ন সময়ে বড় বড় ইয়াবার চালান বাংলাদেশে নিয়ে আসতো বলে তার স্ত্রী স্বীকার করেছেন। এছাড়াও অভিযুক্ত মোঃ মোশাররফের শশুর বিপ্লব হোসেন দিনাজপুর জেলার বিরামপুর থানার কুখ্যাত ইয়াবা ও অন্যান্য মাদক ব্যবসার সাথে প্রত্যক্ষভাবে জড়িত। সে ইয়াবার চালান নিয়ে এসে তার নিজ বাড়ি ও তার শশুরবাড়িতে আন্ডারগ্রাউন্ড করে অভিনব কায়দায় সংরক্ষণে রেখে ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতো।

পরবর্তীতে তাদের বিরুদ্ধে জেলার বিরামপুর থানায় মামলা দায়ের পূর্বক বুধবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password