ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়ার পথে ভটভটি উল্টে ২৫ শিক্ষার্থী আহত

ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়ার পথে ভটভটি উল্টে ২৫ শিক্ষার্থী আহত

নওগাঁয় মান্দা থেকে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে নওগাঁ জেলা স্টেডিয়ামে যাওয়ার পথে উপজেলার দাসপাড়া উচ্চ বিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত হয়ে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছে। দুর্ঘটনায় ভটভটির চালক ও বিদ্যালয়ের নৈশপ্রহরীও আহত হয়েছেন।

আজ বুধবার (১৮ জানুয়ারি) সকালে আত্রাই উপজেলার ধনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এদিন ৯টার দিকে মান্দা উপজেলার দাসপাড়া উচ্চ বিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী ৫১তম শীতকালীন আন্তঃজেলা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে ভটভটিতে (ইঞ্জিনচালিত গাড়ি) করে নওগাঁ জেলা স্টেডিয়ামে যাচ্ছিল। পথে আত্রাই-রাণীনগর সড়কের আত্রাই উপজেলার ধনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি চার্জার ভ্যানকে পাশ কাটাতে গিয়ে তাদের ভটভটি সড়কের পাশে উল্টে যায়।

এতে ভটভটিতে থাকা ২৫ শিক্ষার্থী, বিদ্যালয়ের নৈশপ্রহরী ও গাড়িচালক আহত হয়। তাদেরকে উদ্ধার করে নওগাঁ আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে ২৩ শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অপর দুই শিক্ষার্থী ও বিদ্যালয়ের নৈশপ্রহরী গুরুতর আহত হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয়।

দাসপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল কুমার মণ্ডল বলেন, জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে ৫১তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা চলছে। ওই প্রতিযোগিতায় ফুটবলসহ কয়েকটি ইভেন্টে অংশ নেওয়ার জন্য আমার বিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে ভটভটিতে চড়ে আসছিল। আসার পথে তাদের ভটভটিতে দুর্ঘটনার শিকার হয়। দুই শিক্ষার্থী ও বিদ্যালয়ের নৈশপ্রহরী গুরুতর আহত হয়েছে। অন্য শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, এ ঘটনায় কর্তৃপক্ষের কোনো অবহেলা রয়েছে কি না সেই বিষয়টি খতিয়ে দেখা হবে। বিষয়টি ইতোমধ্যে জেলা প্রশাসক জেনেছেন। প্রশাসনের পক্ষ থেকে তিনি আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password