মালয়েশিয়া ফেরত ১৯ বাংলাদেশিকে নিয়ে চলছে লুকোচুরি

মালয়েশিয়া ফেরত ১৯ বাংলাদেশিকে নিয়ে চলছে লুকোচুরি
MostPlay

ভাগ্য বদলের আশায় চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি মালয়েশিয়ায় যান ২৯ বাংলাদেশি। কিন্তু, বিমানবন্দরে নামার পর তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় তাদের। যে প্রতিষ্ঠানে কাজ করতে মালয়েশিয়ায় পাড়ি জমান তারা, সেই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ মাত্র ১০ কর্মীকে গ্রহণ করে। বাকিদের গ্রহণ না করায় পরের দিন ফেরত পাঠায় বিমানবন্দর ইমিগ্রেশন।

জানা গেছে, শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার এয়ারপোর্টে ল্যান্ড করেন ওই ১৯ বাংলাদেশি। কিন্তু এরপরই তাদের নিয়ে চলে লুকোচুরি খেলা। গভীর রাত পর্যন্ত অপেক্ষা করে তাদের হসিদ পাওয়া যায়নি। দেখা পাননি স্বজনরাও। পরে জানা যায়, গোপনে তাদেরকে বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হয়েছে। মালয়শিয়ায় পাঠানো প্রতিষ্ঠান গ্রিনল্যান্ড ওভারসিজ বলছে, এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। ভুল বোঝাবুঝির কারণে এমন ভোগান্তি। ইমিগ্রেশন সার্ভারে ডাটা না পাওয়ায় তাদের ফেরত পাঠানো হয়েছে। সমস্যা সমাধান হয়েছে।

সার্ভারে তথ্য প্রবেশ করানো হয়েছে। শিগগিরই তাদের আবার মালয়েশিয়ায় পাঠানো হবে। মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার নাজমুছ সাদাত সেলিম গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে বাংলাদেশ ও মালয়েশিয়া এয়ারপোর্ট ইমিগ্রেশন থেকে কোনো তথ্য জানানো হয়নি। তবে, ফেরত পাঠানো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password