জাদুঘরের নিদর্শন নষ্টে ১০ বছরের কারাদণ্ড

জাদুঘরের নিদর্শন নষ্টে ১০ বছরের কারাদণ্ড

জাদুঘর পরিদর্শনকালীন কোনো নিদর্শন ইচ্ছাকৃতভাবে নষ্ট করলে ১০ বছর কারাদণ্ড বা ১০ লাখ টাকা জরিমানার বিধান ধার্য করে বাংলাদেশ জাতীয় জাদুঘর আইন-২০২১ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।তাছাড়া কোনো নিদর্শন চুরি,পাচার বা ক্ষতি করলে পাঁচ বছর কারাদন্ড বা পাঁচ লাখ টাকা জরিমানা করা হবে বলে আইন ধার্য করা হয়েছে।

গত সোমবার (৯ আগস্ট) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এবং সভাপতিত্বে মন্ত্রিপরিষদের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সচিবালয়ে সংশ্লিষ্ট  মন্ত্রীপরিষদের সাথে যুক্ত ছিলেন।

মন্ত্রীপরিষদ সচিব বলেন,উচ্চ আদালতের নির্দেশে সামরিক শাসনামলে জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রুপান্তরের বাধ্যবাধকতা থাকায় এটিকে আইনে রুপান্তর করা হচ্ছে। এছাড়া একই বৈঠকে 'বাংলাদেশ চিড়িয়াখানা আইন-২০২১' এর খসড়ার ও নীতিগত অনুমোদন দেওয়া হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password