রাজধানীর কড়াইল বস্তি থেকে মা-ছেলের মরদেহ উদ্ধার

রাজধানীর কড়াইল বস্তি থেকে মা-ছেলের মরদেহ উদ্ধার
MostPlay

রাজধানীর কড়াইল বস্তি থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- হাসি (২২) ও তার পাঁচ বছর বয়সী ছেলে নীরব।মঙ্গলবার (২৩ মার্চ) সকাল ১০টার দিকে কড়াইল বস্তির বউ বাজার সংলগ্ন লেকের পাড় থেকে নিহতদের মরদের উদ্ধার করা হয়।পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, মা ও ছেলেকে হত্যার পর লেকটিতে ফেলে দেয়ার চেষ্টা করা হয়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া সাংবাদিককে বলেন, কড়াইল বস্তির বউ বাজার সংলগ্ন লেক পাড়ে হাসি ও তার ছেলে নীরবের মরদেহ দেখে স্থানীয়রা আমাদের জানায়। পরে ঘটনাস্থলে বনানী থানার একটি টিম গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।

নূরে আজম মিয়া বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করেছি- হাসি ও নীরবকে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহ করছি হাসির স্বামী রুবেলের (৩০) ওপর। ধারণা করছি, পারিবারিক কলহের জের ধরে সে তার স্ত্রী ও সন্তানকে হত্যা করে পালিয়ে গেছে। তাকে আমরা আটকের চেষ্টা করছি।

ওসি আরও বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়া ইতোমধ্যে মরদেহের সুরতহাল শেষ করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password