বগুড়ায় রাতের অন্ধকারে জমি থেকে ধান চুরি

বগুড়ায় রাতের অন্ধকারে জমি থেকে ধান চুরি
MostPlay

বগুড়ার সোনাতলায় রাতের অন্ধকারে জমি থেকে ধান কেটে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে করে ওই কৃষকের মাথায় হাত পড়েছে। জানা গেছে, সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের সোনাকানিয়া গ্রামের মৃত ফজলুল হকের ছেলে আব্দুল হালিম মাস্টারের উত্তর জোড়গাছা মৌজার ৩২ শতক জমিতে ব্রি ধান ২৮ লাগানো হয়। গতকাল মঙ্গলবার গভীর রাতে পূর্ব শত্রুতার জের ধরে কে বা কারা সেই জমির পাকা ধান কেটে নিয়ে যায়।

আব্দুল হালিম মাস্টার জানান, তার ওই জমিটি দীর্ঘদিন ধরে একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে আজিজার রহমান বর্গা নিয়ে চাষাবাদ করে আসছে। তিনি আরো জানান, একই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে শহিদুল ইসলামের সঙ্গে জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সোনাতলা থানার পুলিশ পরিদর্শক  ইয়ামিন আলী বলেন, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে মানুষ যখন মাঠের ফসল ঘরে তুলতে ব্যস্ত হয়ে পড়েছে, ঠিক সেই মুহুর্তে বগুড়ার সোনাতলায় জমি থেকে পাকা ধান চুরি হয়ে যাওয়ায় কৃষকদের মাঝে ধান চুরি আতঙ্ক বিরাজ করছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password