গোয়ার বিদেশিরা করোনার ভয়ে ভারত ছাড়লেন

গোয়ার বিদেশিরা করোনার ভয়ে ভারত ছাড়লেন
MostPlay

করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত। গেল এক সপ্তাহে প্রতিদিন তিন লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। মারা যাচ্ছেন আড়াই হাজারের বেশি। ভারতে অবস্থান করা বিদেশিরা যেন এখন দেশটি ছাড়তে পারলেই বাঁচেন। আইপিএলে খেলা কয়েকজন বিদেশি ক্রিকেটার ভারত ছেড়েছেন আগেই। করোনার শঙ্কায় দেশ ছাড়ছেন বিদেশি ফুটবলাররাও। এএফসি চ্যাম্পিয়নস লিগ চলাকালীনই কাল রাতে হঠাৎ এফসি গোয়া ক্লাবের বিদেশি কোচ ও খেলোয়াড়েরা ভারত ছেড়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। ক্লাবের ওয়েবসাইটেও বিষয়টি নিশ্চিত করেছে গোয়া।

প্রথমবারের মতো ভারত থেকে এশিয়ান চ্যাম্পিয়নস লিগে খেলে ইতিহাস রচনা করেছে এফসি গোয়া। ঘরের মাঠে পাঁচ ম্যাচ খেলে কোনো ম্যাচে জিততে না পারলেও এশিয়ার অন্যতম সেরা ক্লাবগুলোর বিপক্ষে তিনটি ম্যাচে ড্র করে আলোড়ন সৃষ্টি করেছে ক্লাবটি। আজ ফিরতি পর্বের শেষ ম্যাচে আরব আমিরাতের আল ওয়াহদা ক্লাবের বিপক্ষে মাঠে নামবে তারা। প্রথম পর্বে দুই দলের ম্যাচটি হয়েছিল গোলশূন্য ড্র। আজকের ম্যাচে জয়ের স্বপ্নের কথা জানিয়েছিল তারা।

পরিস্থিতির বিবেচনায় দলের সব বিদেশি ভারত ছাড়তে বাধ্য হয়েছেন। খেলোয়াড়দের মধ্যে তিন স্প্যানিশের সঙ্গে ছিলেন একজন অস্ট্রেলিয়ান। তাঁরা সবাই দিল্লি থেকে মাদ্রিদের বিমানে উঠেছেন। একই বিমানে উঠেছেন স্প্যানিশ কোচ জুয়ান ফার্নান্দোও। গোয়া তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ‘এফসি গোয়ার প্রধান কোচ জুয়ান ফার্নান্দো ও অন্য বিদেশিরা ভারত ছেড়েছেন।’ করোনার ভয়াবহ পরিস্থিতির কথা ভেবে ক্লাবের পক্ষ থেকেই তাঁদের ভারত ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছিল বলে জানিয়েছে ক্লাবটি।

ভারতের গোয়া রাজ্যের ক্লাবটির এক কর্মকর্তা খেলোয়াড়দের ভারত ছাড়ার ব্যাপারে স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘তাঁরা যদি আজ রাতে স্পেনে না যেতেন, তাহলে তাঁদের এক মাস এখানে আটকে থাকতে হতে পারত। এখানে ভ্রমণ নিষেধাজ্ঞাও দেওয়া হতে পারে। এ ছাড়া কী বিধিনিষেধ বা লকডাউন দেওয়া হবে, সে সম্পর্কে কোনো ধারণা নেই। তাঁদের তাৎক্ষণিকভাবে চলে যাওয়াটাই ভালো মনে হয়েছে।’

তাই আজ ওয়াহদার বিপক্ষে স্থানীয় খেলোয়াড়দের নিয়ে দল সাজাবেন সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা। এশিয়ার শীর্ষ সারির ক্লাবের বিপক্ষে শুধু স্থানীয় ফুটবলার নিয়ে খেলা গোয়ার জন্য বড় পরীক্ষাই বলতে হবে। পরীক্ষাটা ভারতের ফুটবলের জন্যও বটে।

মন্তব্যসমূহ (০)


Lost Password