শিশু খাদ্য তৈরিতে রঙ,কারখানায় র‌্যাবের অভিযান

শিশু খাদ্য তৈরিতে রঙ,কারখানায় র‌্যাবের অভিযান
MostPlay

শিশুদের খাদ্যপণ্য তৈরিতে ক্ষতিকর রং, হাইড্রোজ ও মোম ব্যবহার করে চকলেট, ললিপপসহ নানা ধরনের খাদ্যপণ্য তৈরির অভিযোগে রাজধানীর লালবাগ এলাকায় একটি কারখানায় অভিযান পরিচালনা করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।ভেজাল এসব খাদ্য বাজারজাত করায় দায়ে সুবেল লজেন্স ফ্যাক্টরির সংশ্লিষ্ট দু’জনকে আটক করেছে র‍্যাব।

বুধবার (১৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বিএসটিআই এর সযোগিতায় অভিযান শুরু করে র‌্যাব-৩ এর একটি দল। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

পলাশ কুমার বসু বলেন, ‘মোম, ক্ষতিকর পাউডার ও ইন্ড্রাস্ট্রিয়াল রং ব্যবহার করে ললিপপ, আইসক্রিমসহ বিভিন্ন শিশুখাদ্য তৈরি ও বাজারজাত করে আসছে সুবেল লজেন্স ফ্যাক্টরি। এছাড়া ওই কারখানা থেকে মানহীন ও মেয়াদোত্তীর্ণ গ্লুকোজ জব্দ করা হয়েছে। ইতোমধ্যে আমরা সংশ্লিষ্ট দু’জনকে আটক করেছে। অভিযান চলমান রয়েছে অভিযান শেষে বিস্তারিত জানানো যাবে।’

মন্তব্যসমূহ (০)


Lost Password