সড়ক দুর্ঘটনা রোধে অভিযান

সড়ক দুর্ঘটনা রোধে অভিযান
MostPlay

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনা রোধে ভ্রাম‌্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়েছে।বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসন ও বিআরটিএ-এর উদ্যোগে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের সাকুয়া বাজার সংলগ্ন ব্রাক অফিসের সামনে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে এই অভিযান পরিচালনা করা হয়।নেত্রকোনা জেলা ম‌্যাজিস্ট্রেট মো. রেজাউল ইসলাম ভ্রাম‌্যমাণ আদালত পরিচালনা করেছেন বলে নিশ্চিত করেছেন।

জেলা ম‌্যাজিস্ট্রেট মো. রেজাউল ইসলাম জানান,  নেত্রকোনা জেলায় সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় আজ এই অভিযান চালানো হয়েছে। এসময় বাস, ট্রাক, লরিসহ ছোটবড় বিভিন্ন যানবাহনের ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাচাই করে মোবাইল কোর্ট। এসময় ৮ মামলায় ১১ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসময় সঙ্গে ছিলেন জেলা ম‌্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, জেলা বিআরটিএ-এর ইনস্পেক্টর মো. মোবারক হোসেন। 

মন্তব্যসমূহ (০)


Lost Password