চিত্রনায়ক শাহীন আলম লাইফ সাপোর্টে

চিত্রনায়ক শাহীন আলম লাইফ সাপোর্টে
MostPlay

স্বপ্নের নায়ক’ ছবিতে অমর নায়ক সালমান শাহর সঙ্গে অভিনয় করে আলোচনায় আসা চিত্রনায়ক শাহীন আলমের অবস্থা গুরুতর। 
কিডনিজনিত জটিলতা দেখা দিলে গত সপ্তাহে তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। ৬ মার্চ থেকে লাইফ সাপোর্টে আছেন শাহীন আলম।  বিষয়টি নিশ্চিত করেছে শাহীন আলমের পরিবার। 

শাহীন আলমের ছেলে ফাহিম নূর আলম গণমাধ্যমকে বলেন, ‘আগে থেকে বাবা কিডনির সমস্যায় ভুগছিলেন। গত সোমবার তার জ্বর আসে। আর শনিবার তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে লাইফ সাপোর্টে আছেন তিনি।প্রধানমন্ত্রীর সাহায্য চেয়ে অভিনেতার ছেলে ফাহিম আরও জানান, হাসপাতালে অনেক খরচ হচ্ছে রোজ। আমাদের এত খরচ করার সামর্থ্য নেই। আমরা প্রধানমন্ত্রীর সাহায্য কামনা করছি।

মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয়ের শুরু করেন শাহীন আলম। ১৯৮৬ সালের এফডিসির নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পান। তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘মায়ের কান্না’, যেটি ১৯৯১ সালে মুক্তি পেয়েছিল।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- ঘাটের মাঝি, এক পলকে, গরিবের সংসার, তেজী, চাঁদাবাজ, প্রেম প্রতিশোধ, টাইগার, রাগ-অনুরাগ, দাগী সন্তান, বাঘা-বাঘিনী, আলিফ লায়লা, স্বপ্নের নায়ক, আঞ্জুমান, অজানা শত্রু, দেশদ্রোহী, প্রেম দিওয়ানা, আমার মা, পাগলা বাবুল, শক্তির লড়াই, দলপতি, পাপী সন্তান, ঢাকাইয়া মাস্তান, বিগবস, বাবা ও বাঘের বাচ্চা।

মন্তব্যসমূহ (০)


Lost Password