লালমনিরহাট জেলার এবি পার্টির কেন্দ্রীয় নেতা আবু হেনা মুহাম্মদ এরশাদ আর নেই

লালমনিরহাট জেলার এবি পার্টির কেন্দ্রীয় নেতা আবু হেনা মুহাম্মদ এরশাদ আর নেই
MostPlay

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বাসিন্দা ও এবি পার্টির (আমার বাংলাদেশ পার্টি) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক আবু হেনা মুহাম্মদ এরশাদ হোসেন সাজু (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি....রাজিউন)।আজ মঙ্গলবার সকাল ৮টায় রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি পাটগ্রাম আদর্শ কলেজের প্রতিষ্ঠাতা ও পাটগ্রাম ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি।মরহুমের প্রথম জানাজা মঙ্গলবার বেলা ১১টায় রংপুরে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা বাদ আসর পাটগ্রাম সাহেব ডাঙ্গা মাঠে এবং শেষ জানাজা বাদ এশা তার গ্রামের বাড়ি শিবগজ্ঞ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

আবু হেনা মুহাম্মদ এরশাদ হোসেন সাজু সাবেক জাতীয় পার্টির ও সাবেক জামায়াত নেতা ছিলেন। বর্তমানে এবি পার্টি বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জামায়াতে ইসলামী বাংলাদেশের দাঁড়িপাল্লা প্রতীকে ২০০১ সালে লালমনিরহাট -১ আসন থেকে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন। এরপর তিনি পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান পদেও নির্বাচন করে পরাজিত হন।তার মৃত্যুতে পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলায় তাদের রাজনৈতিক শোকের ছায়া নেমে আসে। তিনি পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বুড়িরবাড়ী এলাকায় জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password