বাচ্চাদের বেশি মাত্রায় বকাবকি বা শাসন নয়

বাচ্চাদের বেশি মাত্রায় বকাবকি বা শাসন নয়
MostPlay
এই অবস্থায় বাচ্চাদের কথা একবার ভাবুন ৷ আপনি নিজেই যখন বাইরে বেরোতে না পেরে প্রায় ‘ডিপ্রেশন’-এ চলে যাচ্ছেন ৷ তাহলে ছোট বাচ্চাদের কী দোষ ৷ কাজে ছুটি না পেলে সব মানুষেরই কত অভিযোগ থাকে ৷ একটানা অনেকদিন কাজ করলে প্রত্যেকেই একটা ব্রেক চায় ৷ কিন্তু সেই ‘ব্রেক’ খুব বেশি সময়ের জন্য হলেও যে ভাল লাগে না ৷ তার প্রমাণ পাওয়া যাচ্ছে এখন ৷ কারণ করোনা আতঙ্কে প্রত্যেকেই এখন গৃহবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন ৷ বাইরে গেলেই নিজের বিপদ নিজেই ডাকবেন ৷ তাই যতোটা সম্ভব বাড়িতে থাকাই এখন প্রয়োজন প্রত্যেকের ৷ কিন্তু এই অবস্থায় বাচ্চাদের কথা একবার ভাবুন ৷ আপনি নিজেই যখন বাইরে বেরোতে না পেরে প্রায় ‘ডিপ্রেশন’-এ চলে যাচ্ছেন ৷ তাহলে ছোট বাচ্চাদের কী দোষ ৷ ওরা তো একটু খেলতে চাইবেই ৷ কিন্তু করোনার জেরে আউটডোর গেমস সব বন্ধ ৷ বন্ধুদের সঙ্গে খেলতে না পারাটা অত্যন্ত দুঃখের ৷ এখন তাহলে উপায় ? মনোবিদদের বক্তব্য, এইসময় শিশু বা কিশোরদের মন জয় করাটা প্রত্যেক বাবা-মা-র অত্যন্ত প্রয়োজন ৷ মনোবিদরা জানাচ্ছেন, বাড়িতে আছেন মানেই যে বেশি শাসন করবেন এমনটা যেন আপনার সন্তানের মনে না হয়। সন্তানের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর চেষ্টা করুন। নিজের ও সন্তানের সৃজনশীল দিকগুলোকে সামনে আনুন। বিভিন্ন রকম ইন্ডোর গেমস, এক সঙ্গে সিনেমা দেখার মতো কাজ করে দেখতে পারেন। বেশি মাত্রায় বকাবকি বা শাসন করা এখন একেবারেই উচিৎ নয় ৷ পরিস্থিতির কথা সহজ ভাবে বুঝিয়ে বলুন শিশুদের ৷ ভিডিও গেমস খেলতে দিন ৷ বাড়িতে বিভিন্ন কাজের দায়িত্ব ওদের দিতে পারেন ৷ বিভিন্ন শিক্ষামূলক ভিডিও দেখান ৷ বাড়িতে ইন্ডোর গেমস এবং ভাল গল্পের বই পড়তে দিন ৷ ওদের মতো করেই সময়টা কাটাতে দিন ৷

মন্তব্যসমূহ (০)


Lost Password