কেমিস্ট্রি অলিম্পিয়াড: সুইজারল্যান্ডে বাংলাদেশ দল

কেমিস্ট্রি অলিম্পিয়াড: সুইজারল্যান্ডে বাংলাদেশ দল
MostPlay

আন্তর্জাতিক কেমিস্ট্রি অলিম্পিয়াডে অংশ নিতে বাংলাদেশ দল এখন সুইজারল্যান্ডে অবস্থান করছে। ৫৫তম আন্তর্জাতিক কেমিস্ট্রি অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশ নিতে চার শিক্ষার্থী ও দুই মেন্টরসহ ছয়জনের দলটি সোমবার (১৭ জুলাই) তারা সুইজারল্যান্ড পৌঁছায়। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বাংলাদেশ দ্বিতীয়বারের মতো অংশ নিচ্ছে।


৫৫তম আন্তর্জাতিক কেমিস্ট্রি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের শিক্ষার্থী অভিষেক মজুমদার সন্তু, নারায়ণগঞ্জের তোলারাম কলেজের শিক্ষার্থী আহাদ ইসলাম, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী লিহান হায়দার এবং নটরডেম কলেজের শিক্ষার্থী আর্য্য কর।


তাদের সঙ্গে মেন্টর হিসেবে আছেন বুয়েটের সাবেক শিক্ষক ও বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াডের প্রধান মেন্টর অধ্যাপক মোহাম্মদ ওয়াহাব খান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কবির উদ্দিন।


কবির উদ্দিন বলেন, এবারের আসরে আমরা দ্বিতীয়বারের অংশ নিচ্ছি। গতবার আমাদের ছেলেরা একটি ব্রোঞ্জ পদক পেয়েছে। আশা করছি এবারও আমরা ভালো করবে।


উল্লেখ্য, এবারের আসরে বিশ্বের ৯০ দেশের ৯০০ প্রতিযোগী অংশ নেওয়ার কথা রয়েছে। সুইজারল্যান্ডের জুরিখ শহরে এ প্রতিযোগিতা চলবে ২৫ জুলাই পর্যন্ত।


বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড দলের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটি।

মন্তব্যসমূহ (০)


Lost Password