দেশের যে সব অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে

দেশের যে সব অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে
MostPlay

দেশে আগামী দু’দিন বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে। দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আগামী দুই দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। আজ বুধবার এমনটাই জানানো হয়েছে। আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান গণমাধ্যমকে বলেন, বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে।

মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। এতে দেশের কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত বাড়বে, কোথাও কম হলেও- দক্ষিণ-পূর্বাঞ্চলে অতিভারী বর্ষণের সম্ভাবনা।

মন্তব্যসমূহ (০)


Lost Password