নওগাঁয় মানবতার রক্তদান সংগঠনের নতুন কমিটির প্রথম মিটিং সম্পূর্ণ

নওগাঁয় মানবতার রক্তদান সংগঠনের নতুন কমিটির প্রথম মিটিং সম্পূর্ণ
MostPlay

"আইওরপাড়া সেবা সংঘ" সংঘটনটি একদল স্বেচ্ছাসেবী তরুণের নি:স্বার্থ প্রচেষ্টার ফল। যার কাজ "সেবাই ধর্ম, সেবাই কর্ম, সেবাই আমাদের মূল লক্ষ্য" স্লোগানকে সামনে রেখে গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকার অসহায়, অবহেলিত, সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার উপকরণ যোগানো, অসুস্থ অসহায় মানুষের চিকিৎসার ব্যবস্থা করানো এবং বস্ত্রহীনদের বস্ত্র যোগানো।

এছাড়াও যে কোন সামাজিক সেবামূলক কাজে প্রতিষ্ঠানটির সদস্যদের নি:স্বার্থভাবে স্বত: স্ফুর্ত অংশগ্রহণ করে থাকেন।

আজ সোমবার (৩১মে) "মানবতা" রক্তদান সংগঠন কর্তৃক নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়ার জাহাঙ্গির করিডোরে তিন থানা নিয়ে ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির সমন্বয়ে প্রথম মিটিং সম্পূর্ণ হলো।

মিটিং এ সবার মাঝে উপস্থিত ছিলেন, সভাপতি মোঃ মারেফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আঃ হালিম। উক্ত মিটিং এ বিভিন্ন জেলা / উপজেলা / বিভাগের রক্ত ব্যবস্থা করার জন্য প্রতিনিধি নির্ধারণ করা হয় এবং নতুন ৮ জনকে রোগীদের রক্ত ব্যবস্থা করার দায়িত্ব দেওয়া হয়। তাছাড়াও সেবার মান বৃদ্ধির লক্ষে বিভিন্ন বিষয়ে আলোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোকপাত করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password