অক্ষয়ের নতুন সিনেমা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক

অক্ষয়ের নতুন সিনেমা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক
MostPlay

অক্ষয় কুমারের পরবর্তী নতুন সিনেমা ‘পৃথ্বীরাজ’ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। রাজনৈতিক দল করণী সেনার পর এবার অক্ষয়কুমারের ‘পৃথ্বীরাজ’ সিনেমার নাম পরিবর্তন নিয়ে দাবি তুলেছে অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভা। সিনেমাটি সম্রাট পৃথ্বীরাজ চৌহানের জীবনী অবলম্বনে নির্মান করা হয়েছে। কিন্তু সিনেমাটির নাম শুধু ‘পৃথ্বীরাজ’ রাখা হয়েছে এই নিয়ে আপত্তি করেছে ভারতীয় রাজনৈতিক দল করণী সেনা। ভারতের কট্টরপন্থীর সংগঠনটির দাবি ছবিটির নাম শুধু ‘পৃথ্বীরাজ’ রাখলেই চলবে না। ছবিটির নাম রাখতে হবে ‘বীর যোদ্ধা সম্রাট পৃথ্বীরাজ চৌহান’। এমনটাই জানিয়েছেন করণি সেনার যুব শাখার সভাপতি সুরজিৎ সিং রাঠোর।

এবারা তাদের সাথে যোগ দিয়েছেন অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভা। দাবি আদায়ের জন্য রাজনৈতিক দলটি রাস্তায় বিক্ষোভ করেছে। অক্ষয়ের পাশাপাশি সিনেমাটির প্রযোজক আদিত্য চোপড়ার কুশপুত্তলিকাও পোড়ানো হয় বিক্ষোভে। পৌরাণিক বা ইতিহাস-নির্ভর সিনেমা নিয়ে কোনও রাজনৈতিক দলের এ জাতীয় আচরণ নতুন নয়। এর আগে ‘পদ্মাবত’, ‘যোধা আকবর’ ছবির সময়ও রাজনৈতিক দলগুলোকে আন্দোলন করেত দেখা গেছে। ঐতিহাসিক-ড্রামা ঘরানার পৃথ্বীরাজ সিনেমাটি পরিচালনা করছেন চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। প্রযোজনায় আছে যশ রাজ ফিল্মস। এতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করছেন সাবেক মিস ওয়ার্ল্ড মানুশি চিল্লার। এছাড়া এতে সঞ্জয় দত্তকেও দেখা যাবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password